Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় প্রবাসীদের নিয়ে ব্যাটমিন্টন টুর্নামেন্ট

epsকোরিয়া প্রবাসীদের নিয়ে ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করবে ফেসবুক ভিত্তিক গ্রুপ ইপিএস বাংলা। ক্রিকেট টুর্নামেন্ট এবং দাবা টুর্নামেন্টের সফল আয়োজনের পর এবার ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্যোগ ইপিএস বাংলার।

ইপিএস বাংলা জানিয়েছে এপ্রিলের ৫ তারিখ টুর্নামেন্টের উদ্বোধন এবং ১২ তারিখ ফাইনাল খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। টুর্নামেন্টের সব খেলা সিউলের ওলজিরু ইপকোতে (동대문 역사문역 এর ৪/৫ এক্সিট) অনুষ্টিত হবে।

chardike-ad

টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়রা মার্চের ১৩ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনকৃতদের মধ্য থেকে মাত্র ১৬ জন খেলোয়াড় মূল পর্বে অংশ নিতে পারবেন। নিবন্ধন করতে ইপিএস বাংলা’র এডমিন প্যানেলের এলান খান চৌধুরীর (মোবাইল-01064705804) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে ১১টার মধ্যে ফোনে এবং অন্য যেকোন সময়ে এসএমএস পাঠিয়ে নিবন্ধন করা যাবে। এছাডা শনিবার এবং রবিবার যেকোন সময় নিবন্ধন করা যাবে।