Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার ছাত্রছাত্রী ঝুঁকছে প্রাইভেট টিউশনের দিকে

Àμâদক্ষিণ কোরিয়াতে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত শিক্ষকের পেছনে অর্থব্যয় বৃদ্ধি পেয়েছে। স্ট্যাটিকটিস কোরিয়া সম্প্রতি করা এক জরিপে এমন তথ্য  প্রকাশ করে।

২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে গৃহশিক্ষকের জন্য খরচ বেড়েছে শতকরা ১.২ শতাংশ। মূলত কলা, সংগীত এবং শারীরিক শিক্ষার জন্য ব্যক্তিগত শিক্ষকের প্রতি বেশী আগ্রহ প্রকাশ করেছেন কোরীয়রা। এসব ক্ষেত্রে ২০১৩ সালে ব্যয়ের পরিমাণ ছিল ৪৭ হাজার উওন, যা ২০১৪ এ বেড়ে হয়েছে ৫০ হাজার উওন। দেশব্যাপী প্রায় ৭৮ হাজার ছাত্রছাত্রী ও প্রাইমারী, মিডল ও হাইস্কুল পড়ুয়া ১ হাজার ১ শত ৮৯ জন শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এই জরিপটি করে স্ট্যাটিকটিস কোরিয়া।

chardike-ad

প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনে খরচে খুব একটা তারতম্য না হলেও, জুনিয়র স্কুল ও হাইস্কুলের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত শিক্ষার পেছনে শতকরা ১.২ শতাংশ ও ২.৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। প্রাইভেট টিউশনে বর্তমানে প্রত্যেক জুনিয়র স্কুল ছাত্রছাত্রীর ব্যয় ২ লাখ ৭০ হাজার উওন এবং প্রত্যেক হাইস্কুল ছাত্রছাত্রীর ব্যয় ২ লক্ষ ৩০ হাজার।