Search
Close this search box.
Search
Close this search box.

জিম্বাবুয়েকে বিদায় বলছেন টেইলর

Taylorইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারে খেলার কারণে জিম্বাবুয়েকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রেন্ডন টেইলর।

নটিংহ্যামশায়ার ও টেইলরের চুক্তির বিষয়টি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে টেইলরের জিম্বাবুয়ের হয়ে খেলা শেষ ম্যাচ।

chardike-ad

আগামী শনিবার বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অকল্যান্ডে খেলতে নামবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হয়ে ২৩ টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা টেইলর সিদ্ধান্তের ব্যাপারে বলেন, “জিম্বাবুয়ে ক্রিকেটকে ছাড়তে হবে বলে আমি ভীষণ ভীষণ দুঃখিত। এখানে আমার দারুণ কিছু স্মৃতি এবং বন্ধু আছে। কিন্তু জীবন এগিয়ে যাবে এবং আপনার পরিবারের জন্য আপনাকে চেষ্টা এবং সেরা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে হবে।”

২০০৪ সালে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে অভিষেক হয় টেইলরের। একই বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকও হয় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

এর আগে জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় গ্রান্ট ফ্লাওয়ার কলপ্যাক চুক্তি করে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন।