Search
Close this search box.
Search
Close this search box.

অপ্রত্যাশিতভাবে সুদের হার কমাল দক্ষিণ কোরিয়া

Korean-Won-Notes-and-Changeব্যাংক অব কোরিয়া গতকাল বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ১ দশমিক ৭৫ শতাংশ করেছে। পাঁচ মাসের মধ্যে এবারই প্রথম সুদের হার কমাল ব্যাংকটি। খবর বিবিসি।

ইউরোপ থেকে শুরু করে ভারত পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের শ্লথ অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে সুদের হার কমিয়েছে। সর্বশেষ উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকটি এবার এ কাতারে যোগ দিল।

chardike-ad

বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনৈতিক ভবিষ্যত্ ও সম্ভাব্য মূল্যসংকোচনের ঝুঁকির পরিপ্রেক্ষিতে ব্যাংক অব কোরিয়া সম্ভবত এ সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছর ব্যাংকটি আবার সুদের হার কমাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এইচএসবিসি হংকংয়ের অর্থনীতিবিদ রোনাল্ডম্যান বলেন, ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে সুদের হার আরো ২৫ বেসিস পয়েন্ট কমানো হতে পারে। এ পরিমাণ কমানো হলে সুদের হার দাঁড়াবে ১ দশমিক ৫০ শতাংশে।

ব্যাংক অব কোরিয়ার গভর্নর লি জু ইয়ল জানান, সুদের হার কমানোর বিষয়ে সবার সম্মতি ছিল না। তিনি বলেন, বোর্ডের দুই সদস্য সুদের হার অপরিবর্তিত রাখতে ভোট দিয়েছিলেন। লি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা যেমন প্রত্যাশা করেছিলাম দেশের অর্থনীতি, সে গতিতে এগোচ্ছে না। অন্যদিকে প্রত্যাশার তুলনায় মূল্যস্ফীতি কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি আরো জানান, ২০১৪ সালে দুবার সুদের হার কমানো হয়েছিল। ব্যাংক মনে করছে, অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় ফিরাতে হলে সুদের হার আরো কমানো প্রয়োজন।

লি জানান, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বাড়ানোর আশঙ্কা ও তেলের দামের অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চিয়তা বৃদ্ধি করেছে। এর আগে প্রবৃদ্ধিতে গতি আনতে এ অঞ্চলের ভারত, থাইল্যান্ড ও চীন সুদের হার কমিয়েছে।