Search
Close this search box.
Search
Close this search box.

বর অঙ্ক না পারায় বিয়ে ভাঙলেন কনে

Wedding-Ceromonyহবু বর এক সহজ অংকের উত্তর দিতে না পারায় ভারতের এক মেয়ে তার বিয়ে ভেঙ্গে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের রসুলাবাদ গ্রামে।

পুলিশ জানায়, গ্রামের মোহর সিং এর মেয়ে লাভলির সঙ্গে রাম বারান বলে এক ছেলের বিয়ে ঠিক হয়। কিন্তু লাভলি জানতে পারেন যে রাম বারান নিরক্ষর।

chardike-ad

মোহর সিং দাবি করেন যে, বরের যে একেবারেই লেখাপড়া নেই, সেটা তাদের কাছে গোপন করা হয়েছিল। হবু বরকে লাভলি পনেরোর সঙ্গে ছয় যোগ করলে কতো হয়, সে প্রশ্ন করেছিলেন। হবু বর জবাব দেন ১৭। অঙ্কের সঠিক উত্তর দিতে না পারায় পাত্রী জানিয়ে দেন, কোনোভাবেই তিনি বিয়ে করবেন না।

খবরে বলা হচ্ছে, বরের পরিবার অনেক চেষ্টা করেছিল বিয়েতে মেয়েটিকে রাজী করানোর জন্য। কিন্তু মেয়েটি এই বলে অস্বীকৃতি জানান যে ছেলেটি ‘নিরক্ষর’। ফলে খালি হাতেই ফিরতে হয় বর পক্ষকে।

মোহর সিংহ বলেন, ‘পাত্রকে যা প্রশ্ন করা হয়েছিল ক্লাস ওয়ানের বাচ্চাও সঠিক উত্তর দিতে পারবে। ছেলের বাড়ির লোকজন শুরু থেকেই পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদের অন্ধকারে রেখেছিলেন। এটা তাদের প্রত্যেকের পক্ষেই অপমানজনক ও অস্বস্তিকর।’

স্থানীয় পুলিশ জানায়, তারা দুই পরিবারের মধ্যে মধ্যস্থতা করে এই বিবাদ থামিয়েছে। দুপক্ষই বিয়ের আগে লেন-দেন করা উপহার ফেরত দিয়েছে।

ভারতে সাধারণত বেশিরভাগ বিয়ের আয়োজন করা হয় পারিবারিকভাবে। বিয়ের আগে বর-কনে পরস্পরের সান্নিধ্যে সময় কাটানোর খুব বেশি সুযোগ পান না।

ভারতে গত সপ্তাহেই বিয়ের আসরেই এক বর অসুস্থ হয়ে পড়ার পর বিয়ের আসরের অপর এক অতিথির সঙ্গে কনের বিয়ে দেয়া হয়। হবু বর যে মৃগী রোগী ছিল সেটি কনে পক্ষের কাছে গোপন রাখা হয়েছিল।