Search
Close this search box.
Search
Close this search box.

সাকিবের বিশ্বাস মাহমুদউল্লাহও পারবেন

sakib-riad২২ গজে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেই চলেছেন কুমার সাঙ্গাকারা। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর আগে ঝলক দেখিয়ে যাচ্ছেন তিনি। রেকর্ড গড়েই চলেছেন একের পর পর।

বুধবার হোবার্টে নিজেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ৯৫ বলে ১২৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। আর তাতে রেকর্ড বইয়ে নিজের নামটি খোদাই করে নেন লঙ্কান ব্যাটিং-স্তম্ভ। শুধু বিশ্বকাপই নয়, ওয়ানডে ক্রিকেটে টানা চার সেঞ্চুরির নজির গড়েন তিনি।

chardike-ad

এদিকে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়েন মাহমুদউল্লাহ। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির করার কীর্তি গড়েন তিনি। এরপর হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ফের সেঞ্চুরি করেন তিনি। এখন তাকে নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। সঙ্গে প্রশ্নও ছুড়ে দেওয়া হচ্ছে, মাহমুদউল্লাহ কি সাঙ্গাকারার মতো টানা চার সেঞ্চুরি করতে পারবেন?

এমন প্রশ্নের সম্মুখিন হন সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বাস করেন, মাহমুদউল্লাহ সেটি করে দেখাতে পারবেন। কেননা সাঙ্গাকারার মতো মাহমুদউল্লাহও দারুণ ফর্মে আছেন।

হ্যামিলটনে ম্যাচ পরবর্তী সম্মেলনে জানিয়েছেন, সাঙ্গা পারলে মাহমুদউল্লাহও টানা তিন সেঞ্চুরি করতে পারবেন। তিনি আশাবাদী, মাহমুদউল্লাহ কোয়ার্টার ফাইনালেও তার সেরাটা ঢেলে দেবেন।

মাহমুদউল্লাহর প্রশংসা করতে গিয়ে সাকিব বলেন, ‘চলতি বিশ্বকাপটা দারুণ কাটছে মাহমুদউল্লাহর। খেলে যাচ্ছে দোর্দ- প্রতাপেই। এবারের বিশ্বকাপের রান সংগ্রাহকদের তালিকায় চতুর্থ স্থানে চলে এসেছে। আমার বিশ্বাস, কোয়ার্টার ফাইনালেও সে ভালো খেলবে। রিয়াদ টানা সেঞ্চুরি পাবে বলে আমি আশাবাদী।’

সব শেষে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব বলেন, ‘সাঙ্গাকারা যদি টানা ৪টি সেঞ্চুরি করতে পারেন, তবে মাহমুদউল্লাহ কেন নয়।’