Search
Close this search box.
Search
Close this search box.

জিনজুতে ছুরিকাহত হয়ে নিহত ২

কোরিয়ায় আততায়ীর হাতে আবারও খুনের ঘটনা ঘটেছে। এ যাত্রায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ খিওংসাং প্রদেশের জিনজুতে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে কোরিয়া টাইমস জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে একটি জব এজেন্সীর অফিসের সামনে জন নামের ৫৫ বছর বয়সী ওই আততায়ী তিনজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খুনী সন্দেহে জন নামের একজনকে পুলিশ আটক করেছে।

chardike-ad
সনেধভাজন খুনী জনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবিঃ ইয়নহাপ।
সনেধভাজন খুনী জনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ছবিঃ ইয়নহাপ।

ছুরিকাহত হয়ে ঘটনাস্থলেই ইয়ুন (৫৭) নামের এক চীনা বংশোদ্ভূত কোরিয়ান নাগরিক ও ইয়াং (৬৩) নামের একজন কোরিয়ান নাগরিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। কাঁধে জখম নিয়ে কিম (৫৫) নামের অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খানিক বাদেই পুলিশ আততায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন অসংলগ্ন কথাবার্তা বলছে। তার ভাষ্য অনুযায়ী যাদের উপর তিনি হামলা করেছেন তারা একটি চীনা সন্ত্রাসী দলের সদস্য, কোরিয়ান মেয়েদের অপহরণ করে নিয়ে যাওয়াই তাদের কাজ।

পুলিশ বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা শুরু করেছে।

উল্লেখ্য, গত মাসের শেষ নাগাদ সেজং ও হোয়াসংয়ে মাত্র দু’ দিনের ব্যবধানে ৬ জন খুন হন।