Search
Close this search box.
Search
Close this search box.

হোয়াটসঅ্যাপে অপমান করায় সৌদি নারীকে বেত্রাঘাত

whatsappহোয়াটস অ্যাপে এক পুরুষকে অপমান করায় সৌদি আরবে এক নারীকে ৭০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে। আদালত একই সঙ্গে ওই নারীকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করেছে।

তবে ৩২ বছর বয়সী ওই নারী ও অভিযোগকারীর নাম জানা যায়নি। এছাড়া কী বার্তা পাঠিয়ে তাকে অপমান করা হয় তাও জানা যায়নি।

chardike-ad

গালফ নিউজের বরাত দিয়ে গতকাল মেইল অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে অপমান করার অভিযোগ এনে পূর্ব সৌদি আরবের আল কোয়াতিফ ফৌজদারি আদালতে ওই নারীর বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।

আদালতে অপমান করার বিষয়টি স্বীকার করলেও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত জুনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেদ্দায় ২ নারী একে অপরকে অপমান করায় তাদেরকে ২০টি করে বেত্রাঘাত এবং ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

উল্লেখ, সৌদি আরবে প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার করে কোনো ব্যক্তি কারও মানহানি করলে বা একে অন্যের ক্ষতি করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। তবে জরিমানা ৫ লাখ সৌদি রিয়াল (৯০ হাজার ১শ ৭১ পাউন্ড) এর মধ্যে হবে।

এ ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে সৌদি সরকার জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ বন্ধ করার কথাও চিন্তা করেছিল।