Search
Close this search box.
Search
Close this search box.

সেমিতে যেতে বাংলাদেশের চাই ৩০৩ রান

Rubelবিশ্বকাপের ১১তম আসরের ২য় কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশকে ৩০৩ রানের টার্গেট দিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ৩০২ রান করেন ধোনিবাহিনী। অশ্বিন ৩ রান এবং জাদেজা ২৩ রানে অপরাজিত থাকেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।

chardike-ad

দলীয় ৭৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। ১৬.৩ ওভারে সাকিবের বলে উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ানকে (৩০) স্ট্যাম্পিং করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ১৭.৫ ওভারে রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি (৩)। ২৮তম ওভারের শেষ বলে সাকিবের সহযোগিতায় আজাঙ্কে রাহানেকে (১৯) সাজঘরে ফেরান তাসকিন আহমেদ।

দলীয় ২৩৭ রানে ভারতের ৪র্থ উইকেটের পতন হয়। ৪৩.৫ ওভারে মুশফিকের সহযোগিতায় সুরেশ রায়নাকে (৬৫) ফেরালেন মাশরাফি বিন মুর্তজা। ৪০.৩ ওভারে ৪৬ বল খেলে অর্ধশত রান করেন রায়না। ৪র্থ উইকেটে ১২২ রানের জুটি গড়েন রায়না ও রোহিত শর্মা।

৪৭তম ওভারের শেষ বলে উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে (১৩৭) বোল্ড করেন তাসকিন আহমেদ। এর আগে ৪১.৫ ওভারে ১০৮ বল খেলে ব্যক্তিগত শতক এবং ২৬.৪ ওভারে ৭০ বল খেলে অর্ধশতক করেন তিনি। ৪৯তম ওভারের শেষ বলে নাসিরের সহযোগিতায় ধোনিকেও সাজঘরে ফেরান তাসকিন।

বাংলাদেশের পক্ষে তাসকিন ৩ উইকেট নেন। এছাড়া সাবিক, মাশরাফি এবং রুবেল ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদু্ল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির আহমেদ, নাসির হোসাইন, রুবেল হোসাইন, মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি , রোহিত শর্মা, শেখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।