অনলাইন প্রতিবেদক, ২০ ফেব্রুয়ারী, ২০১৩:

কোরিয়ার তরুণ-তরুণীরা বিয়ে করার জন্যই আয় করে এবং সঞ্চয় করে। কোরিয়ার একটি ওয়েডিং সাইট ২০ থেকে ৩০ বছরের তরুণ-তরুণীদের উপর জরিপ চালিয়ে এমন তথ্য দিয়েছে। প্রায় ১২ হাজার তরুণ-তরুণীর উপর চালানো এই গবেষণায় ৩৬ শতাংশ তরুণ এবং ৪৬ শতাংশ তরুণী বিয়ে করার জন্যই আয় করে সঞ্চয় করে বলে জানিয়েছে। তরুণদের মধ্যে ২৫ শতাংশ জানিয়েছে তারা বাড়ি কেনার জন্য সঞ্চয় করছে এবং ২০ শতাংশ অবসরের পর ব্যয় করার জন্য আয় করছে। অন্যদিকে তরুণীদের মধ্যে ২৩ শতাংশ অবসরের পর ব্যয় নির্বাহের জন্য এবং ১০ শতাংশ বাড়ি কেনার জন্য সঞ্চয় করে বলে জানিয়েছে।

chardike-ad

উল্লেখ্য, কোরিয়ার সংস্কৃতি অনুযায়ী বিয়ের সময় ছেলেরা বাড়ি অথবা ফ্ল্যাট কিনে এবং মেয়েরা সেই ফ্ল্যাটকে সাজানোর জন্য বাকি আসবাবপত্র কিনে থাকে।