Search
Close this search box.
Search
Close this search box.

ফ্রান্সে ১১৪ বাংলাদেশি অভিযুক্ত

soudiফ্রান্সে জাল সনদপত্র দিয়ে সরকারের কাছ থেকে সামাজিক সুবিধা আদায় করতে গিয়ে সম্প্রতি ১১৪ বাংলাদেশিকে অভিযুক্ত করেছে ফ্রান্স পুলিশ। তারা অপ্রাপ্ত বয়স্ক (অনুর্ধ্ব আঠারো ) সেজে সুবিধা আদায় করতে গিয়ে ফ্রান্স পুলিশের কাছে ধরা পড়েছেন।

স্থানীয় একটি সূত্রে জানা যায় আটককৃত বাংলাদেশিদের মধ্যে কিছু সংখ্যক লন্ডন থেকে আসেন আর বেশীরভাগই ইতালির সিজনাল ভিসায় এসে ফ্রান্সে পাড়ি জমান। দালালরা তিন (৩০০০) হাজার ইউরোর বিনিময়ে আঠারো বছরের নিচে ভূয়া সনদপত্র তৈরি করে এই সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিতেন।

ভূয়া সনদপত্র তৈরি ও অভিযুক্তদের থাকার ব্যবস্থা করার দায়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । তারা সবাই ফ্রান্সের বৈধ কাগজ ধারী। গ্রেফতারের সময় পুলিশ ৫০ টির মত ভূয়া বাংলাদেশী পরিচয় পত্র, ষ্ট্যাম্প এবং জাল বাংলাদেশি পাসপোর্ট জব্দ করে।

chardike-ad

ওয়েব সূত্রে আরো জানা যায় স্যোশাল দিতে গিয়ে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফ্রান্স সরকারের ৬০ লক্ষ ইউরো ক্ষতিগ্রস্থ হয়েছে।

অভিযুক্ত বাংলাদেশীদের ৫ বছর কাড়া ভোগ করার পর দেশে পাঠানো হতে পারে বলে জানা গেছে।