Search
Close this search box.
Search
Close this search box.

গুগল ডুডলে বিকৃত রয়েল বেঙ্গল টাইগার

googleবিশেষ দিবস, ঐতিহাসিক দিন বা মুহূর্ত স্মরণে গুগল তাদের লোগো পরিবর্তন করে থাকে। এটা গুগল ডুডল নামে পরিচিত। তেমনি আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসেও বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল!

ডুডলটিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজিতে লেখা গুগলের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়েছে; যার মধ্যে রয়েছে ‘বাঘ’। যে বাঘটি আসলে দেখতে অনেকটা বিড়ালের মতো।

chardike-ad

এই ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংকে। এর ক্যাপশন দেওয়া হয়েছে ‘Bangladesh Independence Day’

বাংলাদেশের ঐতিহ্য ও জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের এই বিকৃত ছবি নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।

তাদের একজন সাইফ ইবনে রফিক। তিনি লিখেছেন, গুগলে কি আর্টিস্ট সংকট চলিতেছে, Made in BANGLADESH-এর অফিসিয়াল আর্টিস্ট আজাদ রাহ-মান কে কইলেইতো হইতো!

সেখানে সাইফ হাসনাত নামের একজন মন্তব্য করেছেন, বিড়ালের শরীরের বাঘের ডোরা কাটা হয়েছে। এই ডুডলের প্রতিবাদ জানাই…

রবিউল আলম নামের একজন লিখেছেন, রয়েল বেঙ্গল টাইগারের একি হাল !!!!! গুগলের বিরুদ্ধে মামলা করব …. ।