Search
Close this search box.
Search
Close this search box.

এবার বাংলাদেশ উৎসবের পাশে সিউল সিটি

seoul city bckপ্রতিবছরের মত এবারও কোরিয়ায় বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ উৎসব অনুষ্টিত হবে মে মাসে। তবে এবার বাংলাদেশ উৎসবে যুক্ত হতে যাচ্ছে সিউল সিটি। প্রতিবছর বিদেশী কমিউনিটির সাংস্কৃতিক উৎসবগুলোর জন্য সিউল সিটি বিভিন্ন ধরণের সহায়তা করে থাকে। এরই অংশ হিসেবে এই বছর ২২টি উৎসবকে সিউল সিটি কর্তৃপক্ষ অনুদান দেওয়ার ঘোষণা দেয়। যার মধ্যে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত বাংলাদেশ উৎসব অন্যতম।

২০১৪ সালে সিউলে বাংলাদেশ উৎসবে কোরিয়ার শিল্পীরা ছাড়াও বাংলাদেশ থেকে সুবীর নন্দী, শখ, সোহেল রহমানসহ অন্যান্য শিল্পীরা বাংলাদেশ উৎসবে যোগ দিয়েছিলেন। এবারের উৎসবেও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান ছাড়াও নানা ধরনের আয়োজন থাকবে বলে জানিয়েছে বিসিকে।

chardike-ad