Search
Close this search box.
Search
Close this search box.

পাইলটকে উদ্দেশ্য করে বিমানযাত্রীর হৃদয়-স্পর্শী চিঠি

নিরাপদে বাড়ির পথে পৌঁছে দেয়ার জন্য বিমানের পাইলটকে তাই চিঠি লিখে ধন্যবাদ জানালেন একজন যাত্রী।

গত সপ্তাহে আল্পসে ১৫০ জন আরোহী নিয়ে জার্মান এয়ারবাস বিধ্বস্ত হওয়ার ঘটনার পরে বেথানি নামে উদ্বিগ্ন এক বিমানযাত্রী চিঠিটি লেখেন বিমান চালকের উদ্দেশ্যে।

chardike-ad

হাতে লেখা হৃদয়-স্পর্শী চিঠিতে বেথানি লেখেন, “…আমাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ অত্যন্ত নিরাপদে কাজটি করবার জন্যে…”।

টুইটারে চিঠিটির ছবি শেয়ার করেছেন জেই ডিলন নামে আরেকজন পাইলট।

সাথে টুইটার বার্তায় লেখা হয়েছে, “আমার সহকর্মীকে বিমানের একজন যাত্রীর লেখা চিঠি”।

letter-2

চিঠিতে বেথানি পাইলটের উদ্দেশ্যে আরও লেখেন, “দিনশেষে আমরা সব মানুষই জীবনের এই রোলার কোস্টারে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। এর মাঝে আপনি বিশাল এক ফারাক তৈরি করে দিলেন এবং আজকের রাতটিতে আমি হাসতে পারছি শুধু আপনারই কারণে”।

সুত্রঃ বিবিসি