আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। তবে এবার স্বল্পপাল্লার চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি।
উত্তর কোরিয়ার সামরিক প্রধান জানিয়েছেন, এই চার ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৪০ কিলোমিটার। শুক্রবার বিকেলে দেশটির ডনচাং-রি উপকূল থেকে ছোড়া হয়েছে এ ক্ষেপণাস্ত্রগুলো।
দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া প্রায়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। এ মহড়াকে তারা নিয়মিত মহড়ার অংশ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু উত্তর কোরিয়া বলছে, তাদের ওপর আগ্রাসন চালানোর জন্য এই মহড়া। এ নিয়ে দুই কোরিয়ার মধ্যে সব সময় উত্তেজনা বিরাজ করছে।
মার্চ মাসে সামরিক মহড়া শুরু করার পর উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এই ধারাবাহিকতায় তারা আরো চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।