Search
Close this search box.
Search
Close this search box.

গরুকে ভারতের ‘রাষ্ট্রমাতা’ করার দাবি

goruভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার দাবি জানিয়েছেন হিন্দু যুব বাহিনীর নেতা, বিজেপি পার্লামেন্ট সদস্য যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ চাইছেন গরুকে ‘রাষ্ট্রীয় মাতা’ বা ‘জাতীর মাতা’ হিসেবে ঘোষণা করা হোক। তাঁর কথায়, ‘গাই সনাতন ধর্ম কি পেহচান হ্যায়।’ হিন্দুত্বের প্রতীক।

chardike-ad

নানা ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য করে এর আগেও খবরের শিরোনামে এসেছেন যোগী। এই সেই যোগী যিনি বলেছিলেন, ভারতীয় মসজিদগুলোয় রাখতে হবে গৌরী-গণেশের মূর্তি।

আদিত্যনাথ বলেন, ‘গাভী সনাতন ধর্মাবলম্বীদের পরিচিতির মাধ্যম। এতে কোন সন্দেহ নেই যে ভারতীয় আধ্যাত্মবাদ ও অর্থনৈতিক বিশ্বতত্ত্বের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। গরুর বংশতত্ত্ব ও এর বিভিন্নতা সময়ের সঙ্গে ভারতের ধর্মীয় জগতের সেতুবন্ধন তৈরী করেছে।’

গরুকে রাষ্ট্রীয় মাতা ঘোষণার ক্যাম্পেইনের স্বপক্ষে তিনি বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি কারণ এর সঙ্গে সংখ্যাগরিষ্ঠের আবেগ জড়িত এবং এটা স্বীকার করা উচিৎ যে, কোন জাতীয় প্রতীক গরু হওয়া প্রয়োজন।’

সূত্র : এই সময়