Search
Close this search box.
Search
Close this search box.

খালেদাকে “মহানবীর” সঙ্গে তুলনা করায় মামলা

Khaleda_ziaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শিক্ষাগতযোগ্যতা মহানবী হযরত মুহম্মাদ (সা.) এর সমান মন্তব্য করায় ধমীয় অনুভূতিতে আঘাতহানার অভিযোগে তার সাবেক সহকারী সচিব মহিউদ্দিন খান মোহনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক মামলাটি দায়ের করেন।

chardike-ad

আগামী ৭ মের মধ্যে শাহবাগ থানার ওসিকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩০ মার্চ বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের টকশো অনুষ্ঠান ‘নিউজ আওয়ার এক্সট্রা’য় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নান, সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত, বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আক্তরুজ্জামান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক সহকারী সচিব মহিউদ্দিন খান মোহন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহম্মাদ (সা.)র সঙ্গে খালেদা জিয়ার তুলনা করে মহিউদ্দিন খান মোহন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মহানবী হযরত মুহম্মাদ (সা.)র ন্যায় স্বশিক্ষিত, দুজনের কারোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।’

তবে অনুষ্ঠানের মাঝেই মোহনের বক্তব্যের প্রতিবাদ করেন সংসদ সদস্য হাবিব এ মিল্লাত। তিনি বলেন, ‘নবী করিম (সা.) তিনি আমাদের সকলের সবচেয়ে প্রিয় মানুষ। তার সঙ্গে যদি কোনো নেত্রীর তুলনা করা হয়, তখন আমরা ব্যথা পাই, দুঃখ পাই। এবং আমরা মনে করি যারা এ ধরনের কথা বলেন তারা একটু চিন্তা ভাবনা করে বললে মানুষ সন্তুষ্ট থাকতে পারবেন।’

মিল্লাত বলেন, ‘যিনি অশিক্ষিত, তাকে স্বশিক্ষিত বলা হচ্ছে। ১৫০০ বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নবী করিম (সা.) বলেছিলেন, তোমার শিক্ষার জন্য তুমি চীন পর্যন্ত যাও। কিন্তু বেগম খালেদা জিয়ার বাসার পাশে স্কুল থাকা স্বত্বেও তিনি স্কুলের গণ্ডী পেরোতে পারেননি। সুতরাং আমরা যখন স্বশিক্ষিত-অশিক্ষিত বলি তখন আমাদের একটু চিন্তা ভাবনা করে বলতে হবে।’

এদিকে মামলার অভিযোগে বলা হয়, ‘এ অনুষ্ঠান বাদীসহ বাংলাদেশের কোটি কোটি মুসলমান দেখেছেন। যা বাদীসহ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করে ক্ষোভের সৃষ্টি করেছে।’

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের সাহায্যে হাজার হাজার মানুষ আসামির ফাঁসি দাবি করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

সুত্রঃ  বাংলামেইল২৪ডটকম