Search
Close this search box.
Search
Close this search box.

কামারুজ্জামানের দাফন সম্পন্ন

kamaruzzaman-spt

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার ভোর ৫টা ১৫ মিনিটে তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মুদীপাড়ায় তার এতিমখানার পাশে তাকে দাফন করা হয়েছে।

chardike-ad

এর আগে ভোর সাড়ে ৪টার দিকে কামারুজ্জামানের মরদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়। তার বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন।

এরপর তার ভাগ্নি জামাই মাওলানা আব্দুল হামিদ তার জানাজার নামাজ পড়ান। নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও গ্রামের লোকজন।

গতকাল রাত সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কামারুজ্জামানের মৃত্যু নিশ্চিত করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাত ১১টা ৪০ মিনিটে অ্যামবুলেন্স যোগে কড়া র‌্যাব ও পুলিশের প্রহরায় কামারুজ্জামানের লাশ তার জন্মস্থান শেরপুরের বাজিতখিলার উদ্দেশে পাঠিয়ে দেয়া হয়। সেখানেই তার দাফন সম্পন্ন হবে। একজন ডেপুটি জেলারের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের কারা কর্মকর্তারা তার লাশ নিয়ে শেরপুরের উদ্দেশে রওনা হন।

সিনিয়র জেল সুপার ফরমান আলী রাত ১১টা ৪৩ মিনিটে কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের জানান, রাত ১০টা ৩০ মিনিটে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি প্রাণভিক্ষা চাননি।