Search
Close this search box.
Search
Close this search box.

পরিচয় মিলল “ফেসবুক ফটো কমেন্টে” বহুল ব্যবহৃত সেই বাচ্চাটির

sami
সাকসেস কিড খ্যাতি পাওয়া স্যামি ও তাঁর পরিবার।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকসহ ইন্টারনেটে একটি শিশুর ছবি প্রায়ই ব্যবহার হতে দেখা যায়। শিশুটির নাম স্যামি। হাত মুঠোবদ্ধ করা অবস্থায় স্যামির এ ছবিটি বিভিন্ন ফটো কমেন্টে ব্যবহৃত হয়। ইন্টারনেটে এই ছবিটির বিপুল জনপ্রিয়তার কারণে স্যামি ইতিমধ্যে ‘সাকসেস কিড’ হিসেবে খ্যাতি পেয়েছে। এবারে এই স্যামির পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

স্যামির বাবা জাস্টিন গ্রিনার কিডনির সমস্যায় আক্রান্ত। তাঁর কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন। তাই স্যামির মা ল্যানি রবার্টসন গ্রিনার গোফাউন্ডমি নামের একটি পেজ তৈরি করে ৮ এপ্রিল থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে চিকিৎসার জন্য সাহায্য চেয়েছিলেন।

chardike-ad

ইন্টারনেট ব্যবহারকারীরা আবারও মানবিকতার পরিচয় দিলেন। এবং যে পরিমাণ অর্থ উঠবে বলে গ্রিনার আশা করেছিলেন তার চেয়েও বেশি ৭৫ হাজার মার্কিন ডলার সাহায্য পেয়েছেন তাঁরা। এ ছাড়াও অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী স্যামির পরিবারকে শুভকামনা জানিয়েছেন। এমনকি অনেকে কিডনি দেওয়ারও আগ্রহ দেখিয়েছেন।