Search
Close this search box.
Search
Close this search box.

‘ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে বেঁচে ছিলাম’

yemenযুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে ৩৩৭ জন আজ ভোরে ঢাকায় এসে পৌঁছেছেন। ভারতীয় সরকারের সহযোগিতায় ইয়েমেন থেকে জিবুতি এবং এর পর ভারত হয়ে দুটো বিশেষ ফ্লাইটে করে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।

ইয়েমেন থেকে ফেরত আসা বাংলাদেশী সালামুদ্দিন জানান, প্রায় ১০ দিনের মতো পুরোপুরি যোগাযোগবিহীন অবস্থায় তারা ভয়াবহ এক বিভীষিকার মধ্যে বেঁচে ছিলেন। সারাক্ষণ বোমাবর্ষণের মধ্যে দিন কেটেছে তাদের। গ্যাস নেই, পানি নেই এবং এরই মধ্যে পকেটে টাকাও নেই। কারণ চাকুরী-দাতা প্রতিষ্ঠানের মালিক কয়েক মাস ধরে বেতন দিতে পারেননি।
এই পরিস্থিতিতেই কোন রকমে যখন খুব কষ্টে টিকে ছিলেন তখন তাদের ভাগ্য খুলে গেল। তাদের উদ্ধারের খবর এলো।

chardike-ad

সালামুদ্দিন বলেন, ইয়েমেন থেকে ভারতীয় যুদ্ধজাহাজে করে প্রথম এলেন পাশের দেশ জিবুতি। তার পর সেখান থেকে ভারত হয়ে শেষমেশ বাংলাদেশে পৌঁছেছেন।
ইয়েমেনে এখনো যারা রয়ে গেছেন তাদের জন্য দুশ্চিন্তার কথাও জানান তিনি।