শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ৯ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার

মালদ্বীপে বিশেষ অভিযানে ১৮ বিদেশি আটক


maldives

ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালে অবৈধ বসবাস, অস্বাস্থ্যকর আবাসন এবং অপরাধচক্র দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। সোমবার রাতে রাজধানীর দিল্কুশা গোলহি এলাকার চারটি আবাসিক ব্লকে এই অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, নিরাপত্তা বিধি উপেক্ষা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বহু বিদেশি শ্রমিককে রাখা হয়েছিল। তাদের অধিকাংশই বিভিন্ন ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত বলে ধারণা করছে টাস্কফোর্স।

অভিযানের দ্বিতীয় ধাপে, একই এলাকায় ‘গাওয়াাইদা হিলাফাহ’ নামক একটি প্রতারণা চক্রের লুকানোর স্থান আছে-এমন অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক কর্মকাণ্ড ও বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের অভিযোগে ১৮ জন বিদেশিকে আটক করা হয়। পরে তাদের মালদ্বীপ ইমিগ্রেশনের হেফাজতে হস্তান্তর করা হয়।

টাস্কফোর্স জানায়, রাজধানীর আবাসন এলাকা, অবৈধ শ্রমিক নেটওয়ার্ক এবং বিভিন্ন অপরাধচক্র নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।