
ছবি: সংগৃহীত
মালদ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে একই দিনে দুই বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মারা যাওয়া প্রথম ব্যক্তি কামাল আহমেদ (৪৮), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামের মোহাম্মদ ইসাক মিয়ার ছেলে। জীবিকার তাগিদে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমান তিনি। পরিবার এবং সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘ ১৮ বছরের পরিশ্রম তাঁর। গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন কামাল। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একই হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরেক প্রবাসী সেলিম উদ্দিন (৬৪)। তিনি মৌলভীবাজারের বড়লেখা থানার উত্তর বর্ণি গ্রামের মো. সাঈদ আলীর ছেলে। বহু বছর ধরে মালদ্বীপে কাজ করে পরিবারকে সচ্ছল রাখার চেষ্টা করছিলেন সেলিমও। কিন্তু হৃদরোগে নিভে যায় তাঁর জীবনের প্রদীপ।
হাসপাতালের বিছানায় নিথর দুটি প্রাণ—যারা দেশের মাটিতে থাকা পরিবারের স্বপ্ন, আস্থা ও ভরসা ছিলেন—তাদের চলে যাওয়া স্বজনদের স্তব্ধ করে দিয়েছে। দুই পরিবারের ওপর নেমে এসেছে শোকের পাশাপাশি অনিশ্চয়তার ভারও। অর্থনৈতিক অভাব, প্রিয়জন হারানোর বেদনা, এবং মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া—সবই মিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা।
দুই পরিবার সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা চেয়েছেন। এদিকে বাংলাদেশ হাইকমিশন এবং স্থানীয় প্রবাসীদের উদ্যোগে মরদেহ পাঠানোর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।
মালদ্বীপে একদিনে দুই বাংলাদেশির মৃত্যু দেশের হাজারো প্রবাসী জীবনের ঝুঁকি, কষ্ট এবং সংগ্রামের আরেকটি বেদনাদায়ক স্মারক হয়ে রইল। দূর দেশে জীবন গড়ে পরিবারকে এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে যাওয়া দুই প্রবাসীর এমন বিদায় হৃদয় ভারাক্রান্ত করে তুলেছে সবাইকে।











































