সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ১৫ ডিসেম্বর ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার

মালদ্বীপে আরও এক বাংলাদেশির মৃত্যু


mehedi-hasan

ছবি: সংগৃহীত

মালদ্বীপে কর্মরত ২৬ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মেহেদী হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

জানা যায়, উন্নত জীবনের আশায় মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন মেহেদী হাসান। প্রবাসে কঠোর পরিশ্রমের পাশাপাশি তিনি নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিডনি রোগের জটিলতা আরও বেড়ে যায়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।

মেহেদী হাসানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার খাগুরিয়া গ্রামে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। প্রিয়জনদের চোখে-মুখে এখন শুধুই কান্না আর বেদনা। পরিবারের সদস্যরা জানান, সুস্থ হয়ে দেশে ফেরার স্বপ্ন দেখলেও তা আর পূরণ হলো না।

তার মৃত্যুর খবরে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও পরিচিতজনরা বলেন, তরুণ বয়সে এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। প্রবাসে থেকে রোগের সঙ্গে লড়াই করা কতটা কঠিন, মেহেদীর জীবন তারই এক বাস্তব উদাহরণ।

সহপ্রবাসীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, প্রবাসী জীবনে অসুস্থতা অনেক সময় অসহায়ত্ব বাড়িয়ে দেয়, যা মানসিক ও শারীরিকভাবে ভীষণ কষ্টকর।

এদিকে মেহেদী হাসানের মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্থানীয় প্রবাসীরা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।