Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে মোকাবেলায় প্রস্তুত সিউল

অনলাইন প্রতিবেদক, ১১ মার্চ ২০১৩, সিউলঃ

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সিউল। এর আগে সকালে উত্তর কোরিয়াও সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছিল উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারের মুখপাত্র রুদুং সিনমুন। আজ সারাদিন কোরিয়ায় মিডিয়ায় আলোচনার বিষয় ছিল উত্তর-দক্ষিণের সম্ভাব্য যুদ্ধ। উত্তরের সব ধরণের হামলার সমুচিত জবাব দিবে বলে জানিয়েছে সিউল।

chardike-ad

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির বিপরীতে দক্ষিণ কোরিয়া আজ যুক্তরাষ্টের সাথে যৌথ সামরিক মহড়া শুরু করে। যৌথ মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়া রেডক্রসের হটলাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

আজ থেকে শুরু হওয়া দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া চলবে ২১ মার্চ পর্যন্ত। এই মহড়া প্রতিবছর নিয়মিত চললেও এবার উত্তর-দক্ষিণের উত্তেজনার কারণে সারা বিশ্বই অন্যভাবে নিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ১০ হাজার কোরিয়ান এবং সাড়ে ৩ হাজার যুক্তরাষ্টের সৈন্যে এই মহড়ায় অংশ নিচ্ছে।