Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ায় ১৫ কর্মকর্তার মৃত্যুদণ্ড

Kim-Un

কিম জং উনের আদেশে চলতি বছরে ১৫ জন উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে । উত্তর কোরিয়ার গুপ্তচর সংস্থার জনৈক মুখপাত্রের দেয়া তথ্য থেকে এমনটি জানা গেছে।

chardike-ad

জানা যায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ উত্থাপিত হয়েছিল। এবং তারা কিমের বিভিন্ন রাষ্ট্রনীতির বিষয়ে তার সঙ্গে একমত ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে গুপ্তচর সংস্থার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন পার্লামেন্ট’স ইন্টেলিজেন্স কমিটির সদস্য শিন কিয়ুং-মিনের কাছে।

জানা যায়, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন উত্তর কোরিয়ার উপ-বনমন্ত্রী, যার অন্তর্ধান নিয়ে রহস্য ঘনীভূত হয়েছিল।

শিন কিয়ুং-মিন বলেন, ‘মূলত কিম জং উনের কাছে কোনো যুক্তিপ্রদর্শণ বা ক্ষমাপ্রার্থনা কাজে আসে না। তিনি সবকিছুকে ছাপিয়ে উঠে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটাই তার নীতি।’

শিন আরও বলেন, ‘যদি কোথাও কোনো ভাবে তিনি বাধাগ্রস্ত হন, তো যাদের কারণে বাধার সৃষ্টি হয়েছে, তাদের তিনি মৃত্যুদণ্ডকে তিনি শো-কেসে সাজিয়ে রাখেন, যা পরবর্তীদের জন্যে শিক্ষা হয়ে থাকে।’