Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বরেকর্ড গড়লেন তামিম-ইমরুল

tamim-imrulতৃতীয় কিংবা চতুর্থ ইনিংসে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড জুটির মালিক এখন বাংলাদেশ। টাইগারদের হয়ে ৩১২ রানের জুটির নেতৃত্ব দিয়েছেন ইমরুল-তামিম।

অনেক রেকর্ডে সমৃদ্ধ খুলনা টেস্ট। শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশকে দুই হাত ভরে দিচ্ছে। শুক্রবার চতুর্থদিনে অনেক রেকর্ডের পর পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দুই ওপেনার নতুন এ রেকর্ড গড়েন।

chardike-ad

শনিবার তামিম-ইমরুল ২৭৩ রান নিয়ে মাঠে নেমেছেন। মাঠে নামার আগে তাদের উপরে ছিলেন ইংল্যান্ডের ২ ব্যাটসম্যান কলিন কাউড্রে-জিউফ পোলার। তারা ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯০ রানের জুটি গড়েছিলেন।

১৭ রান পিছিয়ে থেকে তামিম-ইমরুল পঞ্চম ও শেষ দিন শুরু করেছেন। দিনের শুরু ধীর-স্থির ভাবেই শুরু করেছেন তারা। জুনায়েদ খানের বলে সিঙ্গেল নিয়ে তামিম নতুন এই মাইলফলকে পৌঁছালেন।

এর আগে শুক্রবার বাংলাদেশের ১৩তম ব্যাটসম্যান হিসেবে টেস্টের হাজারী ক্লাবে ঢুকেছেন ইমরুল। এ ছাড়া ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিকে ইমরুল-তামিম মিলে জিম্বাবুয়ের বিপক্ষে ২২৪ রানের জুটি শুক্রবার নিজেরাই ভেঙেছেন। অন্যদিকে এতদিন টেস্ট ক্রিকেটে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৬৭ রানের; এটাও ভেঙে ফেলেছন ইমরুল-তামিম জুটি।