Search
Close this search box.
Search
Close this search box.

মন খুলে কাঁদার জন্য হোটেল!

kannaকাঁদলে নাকি কষ্টে ভরা মনটা হালকা হয়। কিন্তু, চাইলেই কি যেকোন ব্যাক্তির পক্ষে কাজটা সম্ভব। হ্যাঁ আপনার টাকা থাকলে এটাও সম্ভব।

মন খুলে কাঁদতে চাইলে আপনার কান্নার সুব্যবস্থায় ব্যাতিক্রম এক আয়োজন রাখা হয়েছে জাপানের রাজধানী টোকিওতে।

chardike-ad

মন খুলে কাঁদার সকল আয়োজন করেছে টোকিও শহরের দ্য মিতসু গার্ডেন ইয়তসুয়া নামক একটি হোটেল। যেখানে প্রতি রাত ৮৩ ডলার ব্যয় করে পাওয়া যাবে অনায়াসে কান্না করার সকল আয়োজনসহ একটি কক্ষ।

কক্ষ ভাড়া নিয়েই যত খুশি কান্না শুরু। কান্নার জন্য এই হোটেল কক্ষে রাখা হয়েছে চোখে জল আনার মতো চলচ্চিত্র, চোখের মাস্ক আর চোখের পানি মুছতে বিলাসী টিস্যু।

এমন ব্যতিক্রম আয়োজন সম্পর্কে হোটেল কর্তৃপক্ষ জানায়, নারীদের মানসিক চাপ কমাতে ও আবেগজনিত সমস্যা কাটিয়ে উঠতে এই কক্ষগুলো ভাড়া দেওয়া হচ্ছে। এখানে নারীরা নীরবে মন খুলে কাঁদতে পারবেন।

অনায়াসে গ্রাহকদের কাঁদাতে চলচ্চিত্র’র মধ্যে রয়েছে ‘ফরেস্ট গাম্প’, দক্ষিণ কোরিয়ার ‘এ মোমেন্ট টু রিমেমবার’, জাপানি ছবি ‘আ টেল অব মারি অ্যান্ড থ্রি পাপিস’।

আর বই পড়েই যারা আবেগে কাঁদেন, তাঁদের জন্য রাখা হয়েছে জাপানি ভাষায় লেখা মানগা কমিকসের বই। চোখের জল মোছার জন্য রাখা হয়েছে কাশ্মীরী শালের মতো নরম টিস্যু।