Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হুয়াং কিউ এন

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির বর্তমান আইনমন্ত্রী হুয়াং কিউ এন (৫৮)। প্রেসিডেন্ট পার্ক গুন হে বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নিযুক্ত করেন। জনাব হুয়াং সদ্য সাবেক প্রধানমন্ত্রী লি ওয়ান কু’র স্থলাভিষিক্ত হবেন। ২০১৩ সালে পার্ক সরকার ক্ষমতায় আসার পর সরকার প্রধান পদে এটি ষষ্ঠ নিয়োগ।

South Korean Justice Minister Hwang Kyo-ahn, center, talks to the media after he was nominated as new prime minister by President Park Geun-hye at the government complex in Gwacheon, South Korea, Thursday, May 21, 2015. (Choi Jae-koo/Yonhap via AP) KOREA OUT
দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাচ্ছেন কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হোয়াং কিউ আন। ছবিঃ এপি।

পেশায় আইনজীবী হুয়াং বিগত দুই বছর ধরে কোরিয়ার আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নতুন নিয়োগের পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট পার্কের মুখপাত্র কিম সুং উও গণমাধ্যমকে বলেছেন, দুর্নীতি দমনে পার্ক সরকারের দেয়া পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নে হুয়াংকে একজন যোগ্য নেতা বিবেচনা করেই প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব দেয়া হয়েছে। “আমরা বিশ্বাস করি সমাজের রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি দমনে ও নতুন কোরিয়া গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তিনি আস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।”, বলছিলেন কিম।

chardike-ad

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় প্রধানমন্ত্রীর পদটি মূলত অলংকারিক হলেও সাম্প্রতিক বছরগুলোতে এ পদে অধিষ্ঠিতরা খবরের শিরোনাম হয়েছেন নানা কারণে। পার্ক গুন হে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এ যাবত সরকার প্রধান হিসেবে মনোনীত হওয়া অপর পাঁচজনের মধ্যে তিনজনই বিতর্কিত অতীতের কারণে সড়ে দাঁড়াতে বাধ্য হন। গত বছর এপ্রিলের মর্মান্তিক ফেরি দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন ছুং হং উওন। আর সর্বশেষ লি ওয়ান কু ঘুষ গ্রহণ কেলেংকারিতে নাম জড়িয়ে প্রধানমন্ত্রীর পদ হারান।