বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২২ মে ২০১৫, ১:৫৫ অপরাহ্ন
শেয়ার

সিউলে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামীকাল শুরু


eid at seoul central mosqueসিউলে ৪র্থ বিশ্ব ইজতেমা আগামীকাল  শুরু হতে যাচ্ছে। সিউল কেন্দ্রীয় জামে মসজিদে আগামীকাল শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। সারাবিশ্ব থেকে তাবলীগের মেহমানরা ইতিমধ্যে সিউল পৌঁছেছেন। আগামীকাল থেকে টানা তিনদিন ছুটি থাকায় কোরিয়ার বিভিন্ন শহর থেকে সিউল ইজতেমায় যোগ দিবেন।

আয়োজকরা জানিয়েছেন জাপান, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশ তাবলীগের মেহমানরা সিউল ইজতেমায় জমায়েত হয়েছেন। ইতিমধ্যে সিউল কেন্দ্রীয় মসজিদে থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা এবং পর্যাপ্ত টয়লেট এবং খাবারের পানির ব্যবস্থা করা হয়েছে।  ইজতেমা সফল করার জন্য রিয়া মুসলিম ফেডারেশন সার্বিক সহযোগিতা করছে।

ইজতেমা সম্পর্কিত যেকোন ব্যাপারে জানার জন্য যোগাযোগ করতে পারেন মো ইলিয়াস ০১০-২৩৮৩-৪৪৫৪, এ রাশেদ ০১০-৮৬২১-৬৬২৮, ইমাম মমতাজ ০১০-৩৭৪৯-১৯৪৮