Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় প্রথম দুই মার্স রোগীর মৃত্যু

Maschদক্ষিণ কোরিয়ায় দুজন মার্স রোগীর মৃত্যু হয়েছে। মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রমে (মার্স) আক্রান্ত হয়ে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটল দেশটিতে।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

chardike-ad

প্রথম শনাক্ত হওয়া রোগী ৫৮ বছর বয়সি একজন কোরীয় নারী। তিনি মধ্যপ্রাচ্যে ভ্রমণ শেষে দেশে ফেরেন। মার্সে আক্রান্ত দ্বিতীয় রোগী ৭১ বছর বয়সি এক কোরীয় পুরুষ। তারও মৃত্যু হয়েছে।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে মার্স ভাইরাসের প্রকোপ রয়েছে। তবে গত মাস থেকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ জন।

মার্সে আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছে এমন ৬৮০ জনকে আলাদা করে রাখা হয়েছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যাদের মধ্যে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে রক্ষা করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১২ সালের জুন মাসে সৌদি আরবে মহামারি আকারে ছড়িয়ে পড়ে মার্স ভাইরাস। এতে বেশ কিছু মানুষের মৃত্যু হয়।

মার্স ভাইরাস করোনাভাইরাসেস পরিবারের অন্তর্ভুক্ত। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর ঠান্ডা, সর্দি দেখা দেয় এবং জ্বর আসে। এ থেকে নিউমোনিয়া হয়। এ ছাড়া শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয় এবং কিডনি বিকল হয়ে যায়।

দক্ষিণ কোরিয়ার আগে মার্সে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে গত এপ্রিল মাসে মালয়েশিয়ায়।