Search
Close this search box.
Search
Close this search box.

তিন ক্রুসহ ভারতীয় বিমান নিখোঁজ

india-bimanতিনজন ক্রুসহ ভারতীয় কোস্টগার্ডের একটি পর্যবেক্ষণ বিমান নিখোঁজ হয়েছে। চেন্নাইয়ের উপকূল থেকে বিমানটি উড্ডয়নের পর গত সোমবার রাত থেকে বিমানটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

ভারতীয় নৌ-বাহিনী বলছে বিমানটির অবস্থান শনাক্ত করেত তারা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে দিয়েছে। তবে এখন পর্যন্ত কোন সাড়া পাওয়া যাচ্ছে না বলে নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

chardike-ad

নিখোঁজ পর্যবেক্ষণ বিমানটির সন্ধানে ভারতীয় নৌ-বাহিনী, কোস্ট গার্ড এবং তামিলনাড়ুর উপকূলীয় নিরাপত্তা গ্রুপের সমন্বয়ে গঠিত অনুসন্ধান দল (এসএআর) ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে বলে জানায় দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।

সূত্র বলছে, বিমানটিতে একজন পর্যবেক্ষকসহ দুইজন বিশেষ অভিজ্ঞ পাইলট ছিল। সর্বোচ্চ কর্ম দক্ষতার গুণে এক পাইলট ‘মাস্টার গ্রিন’ কার্ডও পেয়েছিলেন।

ভারতীয় কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেন্নাই উপকুল বরাবর সকল জেলে সম্প্রদায়কে এই দুর্ঘটনার পর থেকে সতর্ক করে দেয়া হয়েছে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের পর্যবেক্ষণ বিমানটির নিখোঁজ সংবাদ গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়।