Search
Close this search box.
Search
Close this search box.

প্রাচীনতম পারমাণবিক চুল্লী বন্ধ করে দিচ্ছে দ. কোরিয়া!

s.koreaদক্ষিণ কোরিয়া তাদের সব থেকে পুরানো পারমাণবিক চুল্লী কোরি ইউনিট- ১ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দেশটির শিল্প, বাণিজ্য ও এনার্জি মন্ত্রাণালয় একত্রে পারমাণবিক চুল্লীটি বন্ধ করে দেওয়ার পক্ষে সুপারিশ করেছে।

যুক্তরাষ্ট্র সরকার ও আমেরিকান কোম্পানি ওয়েস্টটিংহাউজ ইলেকট্রিক কর্প যৌথভাবে ১৯৭৭ সালে কোরি ইউনিট -১ স্থাপন করেন। ত্রিশ বছরের জন্য বানানো চুল্লীটির মেয়াদ ২০০৭ সালে উত্তীর্ণ হয়ে যায়। পরবর্তীতে ২০০৮ সালে এর মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত করা হয়।

chardike-ad

তবে সাম্প্রতিক সময়ে চুল্লীটিকে চালানোর বিপক্ষে মত দেন বিভিন্ন নাগরিক সমাজ ও স্থানীয় জনগণ। যদিও কোরিয়া হাইড্রো ও নিউক্লিয়ার(কেএইচএনপি) বার বার বলে আসছে চুল্লীটির জন্য নিরাপত্তা বিঘ্ন হওয়া জনিত কোন প্রকার সমস্যা হচ্ছে না।

কোরি ইউনিট-১’র বিপক্ষে জন্মের শুরু থেকেই এ পর্যন্ত ১ শত ৩০ বার নানারূপ ত্রুটিতে পরার অভিযোগ আছে, যাকিনা অন্য যেকোনো চুল্লীর তুলনায় অনেক বেশী। বর্তমানে দক্ষিণ কোরিয়াতে সর্বমোট ২৩টি পারমাণবিক চুল্লী আছে।

সূত্র- কোরিয়া হেরাল্ড।