Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে এবার ‘সি ফার্স্ট’ ফিচার

facebookফেসবুকে ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে নিউজ ফিড নিয়ে একের পর এক বিভিন্ন নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ফেসবুক। কিছুদিন আগেই ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, যে ধরনের পোস্টের পেছনে ব্যবহারকারীরা বেশি সময় দিয়ে থাকেন, সে ধরনের পোস্ট নিউজ ফিডে বেশি দেখানো হবে।

সম্প্রতি ফেসবুক আরো একটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। নিউজ ফিডের জন্য নতুন এই ফিচারটির নাম ‘সি ফার্স্ট’। এই ফিচারের মাধ্যমে প্রিয় বন্ধুদের সব ধরনের আপডেট পাওয়া যাবে নিউজ ফিডের একেবারে ওপরের দিকে। ফলে কাছের বন্ধুদের কোনো আপডেট আর মিস হবে না।

chardike-ad

প্রিয় বন্ধুদের পোস্ট পেতে এক্ষেত্রে কাঙ্ক্ষিত বন্ধুর প্রোফাইলে থাকা ‘সি ফার্স্ট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর সেসব বন্ধুদের পোস্ট নিউজ ফিডে একেবারের ওপরের দিকে ফেসবুক ব্যবহারকারী দেখতে পারবে। তবে শুধু বন্ধু নয়, এই ফিচারের মাধ্যমে পছন্দের পেজের আপডেটও রাখা যাবে নিউজ ফিডের ওপরের দিকে।

‘সি ফার্স্ট’ ফিচারটি ব্যবহারকারীদের প্রোফাইলে এবং পেজগুলোতে খুব শিগগির যুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ফেসবুকের ব্যবহারকারীর এক্সপেরিয়েন্স আরো উন্নত করতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করছি। আর এর অংশ হিসেবেই নতুন সি ফার্স্ট ফিচারটি যুক্ত হচ্ছে, যার মাধ্যমে নির্দিষ্ট বন্ধুদের বা পেজের আপডেট পাওয়া যাবে সবার ওপরে।’

তথ্যসূত্র: স্কাই নিউজ