Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৭

merseদক্ষিণ কোরিয়ায় গতকাল (সোমবার) পর্যন্ত ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ (মার্স) ভাইরাসে মৃতের সংখ্যা  বেড়ে ২৭ জনে উন্নীত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে এ রোগে মৃত্যুর হার বৃদ্ধি পেয়ে ১৫.৭ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া সোমবার নতুন করে আরো তিন’জন রোগটিতে আক্রান্ত হওয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২জনে ।

দক্ষিণ কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ছোই কিয়ং হুয়ান সোমবার জানিয়েছেন, এ রোগটি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। এ প্রেক্ষাপটে সরকার বাজেট বাড়ানোসহ ধারাবাহিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে।

chardike-ad

দেশটির সংবাদ মাধ্যমে সোমবার প্রকাশিত পর্যটন সংক্রান্ত জরীপ অনুযায়ী, আগামী জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে ভ্রমণ করতে আসা পর্যটকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২.১ শতাংশ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।