Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে মার্স আতঙ্কে বিমানবন্দরে বাড়তি সতর্কতা

merseভারতে ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমে’র (মার্স) প্রকোপ এড়াতে দেশের সমস্ত বিমান বন্দরগুলিতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। বিদেশ থেকে আসা কোন যাত্রী ইমিগ্রেশন কাউন্টারে জ্বর ও শ্বাসকষ্টের কথা জানালে তাদের ওপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

ইতিমধ্যে দেখা গেছে, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, তুর্কি এবং আমেরিকা সহ ২৩টি দেশ থেকে যেসব বিমান এসেছে সেসব বিমানের যাত্রীদের মধ্যে মার্সের সংক্রমণ বেশি। জানা যায়, ২০১২ সাল থেকে ২০১৫ সালের ১৮ জুনের মধ্যে ৪৫৫টি এই সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। এই সংক্রমণের জেরে তাদের নিউমুনিয়া ও শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়েছে বলেও জানা গিয়েছে।

chardike-ad

বিশেষজ্ঞদের মতে, শারীরিক দুর্বলতা বা অন্য কোন রোগ শরীরে আগে থেকে থাকলে এই ভাইরাসের সংক্রমণের ভয় বেশি থাকে। ক্যান্সার এবং ডায়বেটিস রুগীর ক্ষেত্রে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা অধিক। তবে এই ভাইরাস সংক্রমণের কোন প্রতিরোধক ওষুধ বা টীকা এখনও আবিষ্কার হয়নি।

সূত্রঃ কলকাতা২৪x৭