north-korea-crowdবেশ ধুমধামের সঙ্গে উত্তর কোরিয়া বৃহস্পতিবার পার করলো ‘কোরিয়া যুদ্ধের’ ৬৫তম বার্ষিকী। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্টেডিয়ামে এদিন সরকারিভাবেই হাজার হাজার মানুষ মার্কিনবিরোধী বিক্ষোভে অংশ নেয়। এসময় জনতা যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী `স্থুল দৈত্য’ হিসেবেও আখ্যায়িত করে।

এদিন পিয়ংইয়ংয়ের সরকারি কর্মকর্তারাও মার্কিনবিরোধী বক্তব্য দেয়। এসময় কোরিয় নেতারা ১৯৫০ সালে সংগঠিত ওই যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সাহায্য সহযোগিতা করার জন্য মার্কিনিদের ওপর চরম প্রতিশোধ নেওয়ারও সংকল্প ব্যক্ত করেন।

chardike-ad

উল্লেখ্য, জাতিসংঘ সমর্থিত দক্ষিণ কোরিয়া এবং সোভিয়েত ইউনিয়ন ও চীন সমর্থিত উত্তর কোরিয়ার মধ্যে ১৯৫০-এর দশকে যুদ্ধ শুরু হয়। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ২৫ লাখেরও বেশি মানুষ হতাহত হয়। সূত্র: দ্য টেলিগ্রাফ