Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় মার্স ভাইরাসে আরও ১ জনের মৃত্যু

merseদক্ষিণ কোরিয়ায় রবিবার ‘মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম’ (মার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে  আরও একজন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাড়াল ৩২ জনে। এদিকে রবিবার পর্যন্ত নতুন করে আর কোনো আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি।

সর্বশেষ মৃত ব্যাক্তির বয়স হয়েছিল ৫৫-বছর। তবে ব্যাক্তিগত গোপনীয়তার জন্য তার পরিচয় প্রকাশ করা হয়নি।

chardike-ad

স্বাস্থ্য মন্ত্রনালের কর্মকর্তারা জানান, এটি একটি ব্যতিক্রমি ঘটনা, কারন ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও মৃত্যুর আগে ঐ ব্যাক্তির তেমন কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা যায়নি।

চলতি বছরের ২০ মে দক্ষিণ কোরিয়ায় প্রথম মার্স ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এখন পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত ১৮২ রোগীর মধ্যে ৫৯ জন  চিকিৎসাধীন, যার মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৯১ আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।