indigoঅল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান।

গতকাল রাত ৮টা নাগাদ ভারতের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয় ইন্ডিগোর এয়ারবাস এ৩২০ (৬ই-৬২৪)। কিন্তু, উড্ডয়নের পরেই বিমানের সঙ্গে আকাশে একটি পাখির ধাক্কা লাগে। বিমানে ১৭৫ জন যাত্রী ছিলেন।

chardike-ad

চালক সাথে সাথেই বিমানটি নামিয়ে আনেন। নিয়মমাফিক পরীক্ষার পরে, রাত ২২টা ২৮ মিনিটে ফের বিমানটি কলকাতার উদ্দেশে উড়ে যায়।