Search
Close this search box.
Search
Close this search box.

খাওয়া-ঘুম বাড়ছে কোরিয়ানদের

‘অমানুষিক’ পরিশ্রম করতে পারার জন্য গোটা দুনিয়াতেই কোরিয়ানদের খ্যাতি আছে। পৃথিবীর অন্যতম দীর্ঘ কর্মঘণ্টার কর্মক্ষেত্র কিংবা টানা ক্লাস-কোচিংয়ের ফাঁকে নামমাত্র অবসরে হাপিয়ে ওঠা কোরিয়ান শিক্ষার্থীরা খবরের শিরোনাম হন প্রায়ই। অবস্থাদৃষ্টে মনে হতেই পারে বেচারারা বোধহয় একটু শান্তিমত খেতে-ঘুমোতেও পারে না! সাম্প্রতিক এক সমীক্ষা কিন্তু উল্টোটাই বলছে! কোরিয়ানদের গড় খাওয়া ও ঘুম দুটোর পরিমাণই বাড়ছে।

সমীক্ষা প্রতিবেদন অনুসারে একজন কোরিয়ান বর্তমানে দিনে গড়ে দশ ঘণ্টা ব্যয় করছেন ঘুম আর খাওয়ার পিছনে। পাঁচ বছর আগের তুলনায় সময়ের পরিমাণটা ২১ মিনিট বেশী। বিপরীতে শিক্ষার্থীদের দৈনিক পড়াশুনার সময় গড়ে ১৭ মিনিট করে কমেছে। পাঁচ মিনিট কমেছে রকমারি যোগাযোগে ব্যবহৃত সময়। তবে কর্মক্ষেত্রে আর গৃহস্থালি কাজে ব্যবহৃত সময় প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। দুটোই বেড়েছে এক মিনিট করে।

chardike-ad

ঘরের কাজে পুরুষরা ২০০৯ সালের তুলনায় দিনে পাঁচ মিনিট সময় বেশী দিচ্ছেন, নারীরা দিচ্ছেন ৯ মিনিট কম। তারপরও ঘরকন্নার কাজে নারীরা দৈনিক গড়ে তিন ঘণ্টার উপর ব্যয় করছেন, বিপরীতে পুরুষরা সময় দিচ্ছেন বড়জোর এক ঘণ্টা।