Search
Close this search box.
Search
Close this search box.

দ.কোরিয়ার নৌবাহিনী এবং মেরিন কর্পসের যৌথ মহড়া শুরু

south-koreaদক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এবং মেরিন কর্পস যৌথভাবে মহড়া শুরু করেছে।

সোমবার সিউলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইয়ান বন্দরে মহড়া শুরু হয়। এতে অংশ নিচ্ছে ২ হাজার ২শ’ নৌ বাহিনী সদস্য এবং দেড় হাজার মেরিন কর্পস।

chardike-ad

মহড়াটিতে রয়েছে ২৩টি যুদ্ধ জাহাজ, ৪৫টি বিমান এবং ৩৬টি উভচর যুদ্ধযান। বিশাল এবং অত্যাধুনিক এই মহড়া চলবে ৫ই জুলাই পর্যন্ত।

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই মহড়া শুরু করলো দক্ষিণ কোরিয়া।