Search
Close this search box.
Search
Close this search box.

হুইলচেয়ারে করে এসে ব্যাংকে ডাকাতি!

rubberহুইলচেয়ারে করে এসে দিনেদুপুরে ব্যাঙ্ক ডাকাতি করেছে এক ব্যক্তি। খোদ নিউইয়র্কে এই ঘটনা ঘটেছে। অস্টোরিয়ার ব্রডওয়ের স্যানটারডার ব্যাঙ্কে কাজের দিনে অভিনব পদ্ধতিতে প্রায় ১০০০ ডলার ডাকাতি করে নির্বিঘ্নেই পালিয়ে যায় ওই ব্যক্তি।

বছর ২০-র ওই দুষ্কৃতীর পরনে ছিল জিনস। মাথায় হুড । ব্যাঙ্কে এসে এক কর্মীকে শুধু এক টুকরো কাগজ ধরিয়ে দেয়। সে কোনো অস্ত্র দেখায়নি। কিন্তু ব্যাঙ্কের ওই কর্মী ১,২১২ ডলার ওই দুষ্কৃতীর হাতে তুলে দেয় বলে পুলিশ জানিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কাজ হাসিল করার পর ধীরে সুস্থে বেরিয়ে যাচ্ছে ওই ডাকাত।

chardike-ad