Search
Close this search box.
Search
Close this search box.

কেসং নিয়ে উত্তেজনা, মিলিটারী একশনে যেতে পারে দক্ষিণ কোরিয়া

অনলাইন প্রতিবেদক, ৪ এপ্রিল, ২০১৩:

কেসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিষিদ্ধ করার পর মিলিটারী একশনের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। সাস্প্রতিককালে এই প্রথমবারের মত দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের নিরাপত্তার জন্যে সামরিক একশনের কথা বলল।

গতকাল থেকে কেসং কমপ্লেক্সে দক্ষিণ কোরিয়ার কোন নাগরিক কিংবা কোন মালামাল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালেও কোন গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। উত্তর কোরিয়া গতকালই দক্ষিণ কোরিয়ার সব নাগরিককে কেসিং ছেড়ে যেতে বলেছে।

কেসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ২০০৪ সালে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে স্থাপন করা হয়। বর্তমানে ১২৩টি দক্ষিণ কোরিয়ান কোম্পানী প্রায় ৫৫৭ বিলিয়ন উওন বিনিয়োগ করেছে। ঐসব কারখানাই ৫৪ হাজার উত্তর কোরিয়ার শ্রমিক কাজ করছে। যারা প্রতি মাসে গড়ে ১৩৪ ডলার বেতন পেয়ে থাকে। আড়াই থেকে তিন লাখ লোকের বসবাস কেসং এলাকায়।

chardike-ad

কেসংএ দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিষিদ্ধ ঘোষণা সাম্প্রতিককালে সবচেয়ে উদ্ধেগজনক পদক্ষেপ। এতে দু দেশের সম্পর্ক ক্রমাগত খারাপের দিকে ধাবিত হচ্ছে।

(কোরিয়ার বিভিন্ন পত্রিকার সংবাদ অনুযায়ী)