Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার মোট জনসংখ্যার ৩.৪ শতাংশ বিদেশী

দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বসবাসরত বিদেশীদের সংখ্যা ১৭ লক্ষ ৪০ হাজার যা দেশটির মোট জনসংখ্যার ৩.৪ শতাংশ। কোরিয়ার সরকার প্রশাসন ও স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।

korean_foreign_population

chardike-ad

এ তালিকায় কোরিয়ার নাগরিকত্ব পাওয়া অভিবাসী ও বৈবাহিক সূত্রে নাগরিকদের পাশাপাশি কমপক্ষে ৯০ দিন কোরিয়ায় অবস্থান করছেন এমন বিদেশীদের বিবেচনায়  নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ২০০৬ সালে কোরিয়ায় বিদেশীদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৪০ হাজার। এরপর প্রতি বছর এটি ১ লক্ষ ৩০ হাজার করে বৃদ্ধি পেয়েছে। আগের দশকের তুলনায় চলতি দশকে এ সংখ্যা বেড়েছে তিনগুণ।

বসবাসরত বিদেশী নাগরিকদের মধ্যে ৬ লক্ষ ৮ হাজার ১১৬ জন (মোট বিদেশীদের ৩৪.৯ শতাংশ) বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

কোরিয়ায় সবচেয়ে বেশী ৬৩.৩ শতাংশ বিদেশীর বাস সিউল ও সংলগ্ন খিওংগি প্রদেশে।

জন্মসূত্রে এসব বিদেশীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে চীনারা। কোরিয়ায় বসবাসরত বিদেশীদের ৫৪.৭ শতাংশই চীনা বংশোদ্ভূত। এদের ৩৯.৯ শতাংশ আবার কোরিয়ান-চীনা বংশোদ্ভূত। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামীদের পরিমাণ ১১.৫ শতাংশ। এছাড়া আমেরিকান ও ফিলিপিনো রয়েছে যথাক্রমে ৪.২ ও ৪.১ শতাংশ।