Search
Close this search box.
Search
Close this search box.

দুই কোরিয়ার উত্তেজনায় প্রবাসীদের উদ্বেগ

অনলাইন প্রতিবেদক, ৬ এপ্রিল, ২০১৩:

সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা ভাব দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনের পত্রিকার শিরোনাম দুই কোরিয়া। গতকাল দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়ার মিসাইলের গতিবিধি লক্ষ্য করার জন্য  দুটি উন্নত প্রযুক্তির শীপ পাঠিয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়া আমেরিকার দিকে তাক করে মিসাইল বসিয়েছে যেটা ৩ থেকে ৪ হাজার কিলোমিটার দূর পর্যন্ত আক্রমণ করতে সক্ষম।

chardike-ad

কোরিয়ার এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশী প্রবাসীরা। সবার জিজ্ঞাসা আসলেই কি যুদ্ধ হতে যাচ্ছে? অনেকেই বাংলা টেলিগ্রাফের কাছেও জানতে চেয়েছেন কি হতে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের স্বজনরাও পত্রিকার সংবাদ দেখে ফোনে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। পত্রপত্রিকায় অবস্থা দেখে মনে হবে যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোরিয়ানদের স্বাভাবিক জীবন-যাপন দেখে কোনভাবেই মনে হবেনা এখানে কিছু হতে যাচ্ছে। যত উদ্বেগ আর উৎকণ্ঠা বিদেশীদের। আরেমিকান দূতাবাস তার নাগরিকদের সতর্ক অবস্থায় থাকতে বলেছে। যদিও তারা বলেছে উদ্বেগের কিছুই নেই, অবস্থা স্বাভাবিক। আমেরিকান দুতাবাসের মেসেজের কিছু অংশ তুলে ধরা হলো।

The U.S. Embassy informs U.S. citizens that despite current political tensions with North Korea there is no specific information to suggest there are imminent threats to U.S. citizens or facilities in the Republic of Korea (ROK).  The Embassy has not changed its security posture and we have not recommended that U.S. citizens who reside in, or plan to visit, the Republic of Korea take special security precautions at this time.  The U.S. Embassy takes as its highest priority the welfare of American citizens in Korea.  Should the security situation change, the Embassy will issue updated information.

We urge U.S. citizens to keep in regular contact with family and friends.  U.S. citizens living or traveling abroad are encouraged to enroll in the Department of State’s Smart Traveler Enrollment Program (STEP), to receive the latest travel updates and information and to obtain updated information on travel and security issues.

অস্ট্রেলিয়ান দুতাবাসও ওয়েবসাইটে নোটিসের মাধ্যমে তার নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। কোরিয়া অবস্থানরত বিদেশীদের মধ্যে অনেকেই কোরিয়া ছেড়ে যাচ্ছে এমন গুজবও ছড়িয়েছে। তবে এই ব্যাপারে কোন সংবাদ মাধ্যম এখনো কিছু জানায়নি। ফেসবুকে বা নিজেদের আলোচনায় যুদ্ধ বিষয়টি এখন অনেক বেশি প্রাধান্য পাচ্ছে।

তবে কোরিয়ানদের সাথে কথা বলে জানা যায়, যুদ্ধের সম্ভাবনা নেই বললেই চলে। এই রকম পরিস্থিতি ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষ হওয়ার পর অনেকবারই দেখা গেছে। কোরিয়ানরা যতই বলুক উদ্বগের কারণ নেই, পত্রপত্রিকার শিরোনাম দেখলে যেকেউই মনে করতে পারে যুদ্ধ অনিবার্য।