mersদক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন করে আরো দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত আট দিনের মধ্যে মার্সে মৃত্যুর ঘটনা এটাই প্রথম। মৃত দু’জন এ ভাইরাসে আক্রান্তদের ‘উচ্চ ঝুঁকি’ সম্পন্ন গ্রুপের অন্তর্ভুক্ত ছিলেন। এর ফলে দক্ষিণ কোরিয়ায় মার্সে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়নহাপ নিউজ জানিয়েছে, মৃতদের একজন ৫০ বছর বয়স্কা নারী ও অপরজন ৭০ বছর বয়সী পুরুষ। তবে বরাবরের মতোই নিরাপত্তার খাতিরে তাঁদের বিস্তারিত নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

chardike-ad

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, এ পর্যন্ত নিহত ৩৫ জনের মধ্যে ৩২ জনেরই বার্ধক্য, ডায়াবেটিস, ক্যান্সার বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা ছিল যেগুলো কিনা মার্সের কারণে আরও খারাপ অবস্থায় চলে গিয়েছিল।

এদিকে মার্স আক্রান্তের মোট সংখ্যা এখনও পর্যন্ত ১৮৬ জনেই স্থির রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কেবল ৩২ জন। ১১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর সন্দেহাজন মার্স বহনকারী হিসেবে বিশেষ নজরদারিতে অন্তরীন অবস্থায় রয়েছেন আরও ৮১১ জন।