subway 4দক্ষিণ কোরিয়ার সাবওয়ের রেল লাইনে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছে  আব্দুল্লাহ নামে ২৮ বছরের এক তরুণ বাংলাদেশী। আজ শুক্রবার বিকাল ৪টা ৫মিনিটে সিউল মেট্রোর ৪নাম্বার লাইনে আনসানের জুংআং স্টেশন এবং হানদে আপ স্টেশনে মাঝামাঝি এলাকায় উক্ত তরুণ ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারায় তরুণটি।

কোরিয়া প্রবাসী শেখ ফিরোজ হোসাইন জানান, আব্দুল্লাহ’র বাড়ি বগুড়ার গাবতলীতে। তিনি দীর্ঘদিনদ ধরে অসুস্থ ছিলেন। বাংলাদেশে এবং কোরিয়ায় অনেক চিকিৎসা করেছেন। কোরিয়ায় যা আয় করেছেন তার সবই চিকিৎসার পিছনে ব্যয় করেছেন।

chardike-ad

পুলিশ তরুণটিকে বাংলাদেশী বলে সনাক্ত করেছে। ঘটনার পরে প্রায় ৩০মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। তরুণটির আত্মহত্যার কোন কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।