Search
Close this search box.
Search
Close this search box.

কাশ্মিরে হয়ে গেল এশিয়ার বৃহত্তম ইফতার মাহফিল

Iftar-kasmirজম্মু কাশ্মিরের রাজধানী শ্রীনগরে হয়ে গেল এশিয়ার বৃহত্তম ইফতার মাহফিল। ডাল লেকের ধারে ১.৬ কি.মি দীর্ঘ গালিচা পেতে এখানে রোববার ইফতারে বসেন হাজার হাজার মানুষ।

মূলত এতিমদের জন্য এই ইফতারের আয়োজন করে লাউড বিটল নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। কাশ্মিরের নাগরিক সমাজ এবং শিল্পপতিদের যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সাড়ে তিন হাজার এতিম অংশ নেয়।

chardike-ad

এই বিশাল আয়োজনে বিরিয়ানি, ফলের রস, খেজুরসহ বিভিন্ন খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়।

আয়োজকদের একজন জানান, “এটি শুধু সবচেয়ে বড় আয়োজন করার জন্যই নয়, বরং এটা জানানোর জন্য যে, ইসলাম মানুষের প্রতি সহানুভূতি প্রকাশের ধর্ম”।

এর আগে এশিয়ার বৃহত্তম ইফতার আয়োজনের কৃতিত্ব ছিল সংযুক্ত আরব আমিরাতের। সেখানে ১.৩ কি.মি দীর্ঘ জায়গাজুড়ে ইফতারের আয়োজন হয়েছিল।