Search
Close this search box.
Search
Close this search box.

চীনে দ্বিতীয় সন্তানের জন্য ৪২ হাজার দম্পতির আবেদন

china-childচীনে দ্বিতীয় সন্তানের জন্য সরকারের কাছে আবেদন করেছেন ৪২,০০০ দম্পতি। গত বছর চীনের এক সন্তানের ‘নীতি’র পরিবর্তন আনা হয়। এর পর থেকেই আবেদন আসতে শুরু করে। চলতি বছরের মে মাস পর্যন্ত বেইজিং থেকে আবেদন এসেছে ৪২,০৭৫ টি। এর মধ্যে ৩৮,৭৯৮ জনকে অনুমোদন দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে দেশটির কমিশন জানায়, দ্বিতীয় সন্তান গ্রহণের অনুমতি দিলে বাড়বে জনসংখ্যা। প্রত্যেক বছর ৫৪,০০০ বাড়তি সন্তান জন্ম নিলে ২০১৯এর মধ্যে জনসংখ্যায় ভারসাম্য আসবে। ২০১৩-র শেষে এই ’নীতি’র পরিবর্তন শুরু হয়। বাবা অথবা মা যদি একমাত্র সন্তান হয়ে থাকেন, তাহলে তারা দ্বিতীয় সন্তান নিতে পারবে বলে অনুমতি দিয়েছে দেশটির সরকার।

chardike-ad