Search
Close this search box.
Search
Close this search box.

হাওয়া বিহীন টায়ার আনছে দ. কোরিয়া

hankook-tires-iflex-photoএকবার ভাবুন তো, রাস্তায় চলতে চলতে হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে গেল। কত বিড়ম্বনা; কত ঝক্কি! কিন্তু যদি এমন হয়, আপনার গাড়ির চাকা কখনই পাংচার হবে না; চাকায় দিতে হবে না হাওয়া, তবে ঠোঁটের কোণে এমনিই হাসি জেগে উঠবে। হ্যাঁ! শুনতে অবাক লাগলেও এমন বিশেষ প্রযুক্তিসম্পন্ন টায়ার আনছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টায়ার প্রস্তুতকারক কোম্পানি হ্যানকুক।

সম্প্রতি প্রতিষ্ঠানটির তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এমন সব তথ্য জানানো হয়েছে।

chardike-ad

এক খবরে বিজিআর নিউজ জানিয়েছে, খুব শিগগিরই এই প্রোটোটাইপ টায়ার বাজারে আনবে হ্যানকুক। তবে তার জন্য কোম্পানিটি এখনও তাদের বাজারের রোডম্যাপ তৈরি করেনি।

সবেমাত্র, এই টায়ারের পরীক্ষামূলক প্রস্তুতি শেষ করেছে তারা। হ্যানকুক টায়ারটির নাম দিয়েছে আইফ্লেক্স; যাতে কোনো ধরনের হাওয়া দেওয়ার প্রয়োজন হবে না। এটি হবে পরিবেশবান্ধব।