Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে জুলাইয়ে ২ লাখ ১৫ হাজার কর্মসংস্থান

usa-workerযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোয় জুলাইয়ে ২ লাখ ১৫ হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে, দেশটির বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশ বজায় রয়েছে। এ নিয়ে টানা দুই মাস একই বেকারত্বের হার বজায় থাকল। শুক্রবার দেশটির শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা মনে করছেন, শ্রমবাজার স্থিতিশীলতা ফেডারেল রিজার্ভকে সুদের হার বাড়ানোর জন্য উত্সাহিত করতে পারে।  শ্রম পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, কর্মসংস্থান সৃষ্টি হয়ছে মূলত খুচরা ব্যবসা, স্বাস্থ্য খাত, পেশাদার ও প্রযুক্তিগত সেবা এবং আর্থিক কর্মকাণ্ডের বিষয়গুলোয়। কর্মী নিয়োগের অঙ্ক যে কোনো অর্থনীতির সক্রিয়তা পরিমাপের অন্যতম সূচক। চলতি বছর এ পর্যন্ত দেশটির কর্মসংস্থান প্রবৃদ্ধির মাসিক গড় দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ২৮৬ জনে।

chardike-ad

ফেড গত মাসে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন হালনাগাদ করে জানিয়েছে, দেশটির অর্থনীতি কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে ক্রমেই উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সেই সুবাদে বেকারত্বের হারও কমতির দিকে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের অন্যতম জরিপকারী প্রতিষ্ঠান মারকিট ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসনের তথ্য অনুযায়ী, ফেডের সুদের হার বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ তথ্য নির্ভর। সদ্য প্রকাশিত শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনটি ফেডকে আগামী মাসেই সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিতে উত্সাহী করতে পারে।

তিনি আরও জানান, কর্মসংস্থান বৃদ্ধির হার স্থিতিশীল থাকলেও প্রত্যাশা মাফিক নয়। জুলাইয়ে ২ লাখ ২৫ হাজার কর্মী নিয়োগের আশা করেছিলেন বিশেষজ্ঞরা। ব্যক্তিমালিকানাধীন খাতে কর্মী নিয়োগ দেয়া হয়েছে ২ লাখ ১০ হাজার। বাকি ৫ হাজার কর্মী যুক্ত হয়েছেন উত্পাদন ও নির্মাণ খাতের সঙ্গে। খনি খাতে কাজ হারিয়েছে ৪ হাজার জন। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক দরপতনই এর অন্যতম কারণ।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান সংস্থার মতে, এক বছরে বেকারত্বের হার কমেছে দশমিক ৯ শতাংশীয় পয়েন্ট।  বেকার ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখে। দীর্ঘ মেয়াদে বেকারত্বের হার ১ দশমিক শতাংশেই স্থিতিশীল আছে। স্বল্প মেয়াদে বেকারত্বের হার জুনে ৩ দশমিক ৯ শতাংশ থাকলেও জুলাইয়ে তা নেমেছে ৩ দশমিক ৮ শতাংশে।